Common ancestor সাধারণ পূর্বপুরুষ

বিবর্তনবাদ

সূচনা

বিবর্তনীয় জীববিজ্ঞানে সাধারণ পূর্বপুরুষ বলতে বোঝায় যখন কোনো একটি প্রজাতি পরবর্তী একাধিক প্রজাতির উদ্ভব ঘটে তখন ওই প্রজাতিসমুহের পূর্বপুরুষ বলা হয় প্রথম একক প্রজাতিকে। অর্থাৎ এক বা একাধিক প্রজাতি পূর্বে কোনো একক প্রজাতি থেকে উদ্ভুত হলে সেই একক প্রজাতিকে বাকি একাধিক প্রজাতির সাধারণ পূর্বপুরুষ বলা হয়।

বিবর্তনীয় জীববিজ্ঞানে সাধারণ পূর্বপুরুষের জন্য বেশ কিছু ধারায় প্রমাণের উপস্থাপন করা হয়। যেমন-

১. জেনেটিক সিমিলারিটি বা জিনগত সাদৃশ্য

২. হোমোলজি বা তুলনামূলক অঙ্গসাংস্থানিক প্রমাণ

৩. এম্ব্রায়োলজি বা ভ্রুণতাত্ত্বিক সাদৃশ্যের প্রমাণ

৪. ফসিল রেকর্ড

৫. জাঙ্ক ডিএনএ ( নন কোডিং ডিএনএ)

৬. ভেস্টেজিয়াল অর্গ্যান

এই প্রমাণ গুলো ডারউইনের অনুমিত ” ট্রি অফ লাইফ ” এর প্রমাণেও ব্যবহার করা হয়। ট্রি অফ লাইফ কি?

জীবজগতের দিকে তাকালে সহজেই প্রাণের মাঝে মিল-অমিলের ব্যাপারটা চোখে পড়ে। আধুনিক বিজ্ঞানের আলোকে মলিকুলার লেভেলেও এক জীবের সাথে অন্য জীবের সাদৃশ্যতা পরিলক্ষিত হয়। বিবর্তনীয় চিন্তাধারার ইতিহাস থেকে আমরা জানি, এসকল সাদৃশ্যকে ডারউইন পূর্ব বিজ্ঞানীরা সাধারণ নকশা ” কমন ডিজাইন ” হিসেবে ব্যাখ্যা করতেন অর্থাৎ স্রষ্টা চেয়েছেন বলেই এসকল জীবদের মধ্যে সাদৃশ্য রেখে সৃষ্টি করেছেন। কিন্তু ডারউইন এই ধারণা পছন্দ করেননি। ডারউইন অনুমান করেন, প্রাণের মাঝে থাকা গাঠনিক মিল হয়তো সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ফলে হয়েছে। (assumption of homology) সাধারণ পরিকল্পনা থেকে সরে এসে সাধারণ পূর্বপুরুষ-এর অনুমানকে প্রাধান্য দেন তিনি। এর ভিত্তিতে তিনি জীবনের ইতিহাসের ছক কাটেন, যা Tree of life নামে পরিচিত।

ডারউইনের অঙ্কিত ট্রি অফ লাইফ সূত্রঃ নিউ সাইন্টিস্ট। 

ইভোলিউশনারি বায়োলজি তে সাধারণ পূর্বপুরুষের জন্য সবচেয়ে বেশি প্রচলিত যে বিষয়টি দেখানো হয় তা হচ্ছে জেনেটিক সিমিলারিটি। যদিও বা সাদৃশ্য কেবল যে সাধারণ পূর্বপুরুষ কেই নির্দেশ করে এমন কোনো অর্থ নেই স্রষ্টা চাইলে একই জিন দিয়ে জীব তৈরি করতেই পারেন। সাধারণ পূর্বপুরুষের প্রথম প্রমাণ হচ্ছে ইইনিভার্সাল জেনেটিক কোড। DNA-এর নিউক্লিওটাইডে থাকে ৪ ধরনের নাইট্রোজেনাস বেস। বেসগুলো হলো অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T)। DNA অণুতে তিনটি বেস পাশাপাশি অবস্থান করে মিলিতভাবে একটি জেনেটিক কোড তৈরি করে। প্রত্যেকটি কোড ২০ ধরনের অ্যামিনো অ্যাসিডের যে কোন একটিকে নির্দেশ করে। DNA অণুর কোড করা তথ্যগুলো mRNA সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে। mRNA-র তথ্য অনুযায়ী সাইটোপ্লাজমে এনজাইম ও অন্যান্য প্রোটিনসমূহ সংশ্লেষিত হয়। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ প্রকাশিত হয় এই যে প্রোটিন সংশ্লেষিত হলো তারই মাধ্যমে। একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। এ ধরনের ঘটনাকে বলা হয় জেনেটিক কোডের অধোগামিতা। সুতরাং বলা যায়, নিউক্লিয়োটাইডের অনুক্রম এবং অ্যামিনো অ্যাসিডের অনুক্রমের মধ্যে যোগাযোগের পদ্ধতি হলো জেনেটিক কোড। DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সাজানো প্রতি ৩টি নিউক্লিয়োটাইড-এর মধ্যে একটি গোপন কোড/বার্তা/সংকেত নিহিত থাকে। এই গোপন সংকেত যখন mRNA ট্রান্সক্রাইব হয় তখন DNA থেকে mRNA-তে চলে আসে। DNA এর ৩টি নিউক্লিয়োটাইডের বিপরীতে ৩টি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইড mRNA-তে সজ্জিত হয়। এই ৩টি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইডকে একত্রে ট্রিপলেট বলা হয়। আর mRNA অণুর এই ট্রিপলেটকে কোডন (Codon) বলে। প্রচলিত ধারণা হলো, এই কোডগুলো সকল প্রজাতিতে একই অর্থাৎ এগুলো সর্বজনীন। একটি কোডন কখনও একাধিক অ্যামিনো এসিড কোড করে না। কোনোভাবে জেনেটিক কোডের অর্থ বদলে গেলে প্রাণের উপর বিপর্যয় নেমে আসবে।৷ (১) কারণ এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে সারা শরীরের উপর।বিবর্তনীয় গবেষকগণ সকল জীবের মাঝে কোড একই ভেবে দাবি করেন যে সকল প্রাণই একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভুত হয়েছে। (২) এবং এই জেনেটিক সিমিলারিটির উপর ভিত্তি করেই পুনরায় বায়োকেমিস্ট ডগলাস থিওবোল্ড UCA এর পক্ষে একটি পেপার প্রকাশ করেন বায়োলজি ডাইরেক্ট জার্নালে। (৩) তবে ২০০৭ সালেই নন স্ট্যান্ডার্ড জেনেটিক কোডের উপর ভিত্তি করে গবেষকগণ জেনেটিক কোড যে ইউনিভার্সাল নয় তার ঘোষণা দিয়েছেন। (৪) ইতোমধ্যে প্রায় ৩৩টি ভ্যারিয়েন্ট কোড পাওয়া গেছে। যেমন : মানুষের ক্ষেত্রে UGA হচ্ছে স্টপ কোডন, কিন্তু মাইকোপ্লাজমাতে UGA ট্রিপটোফ্যানকে কোড করে, মানুষের মুখে-থাকা একটি ব্যাকটেরিয়াতে UGA গ্লাইসিন কোড করে। সাম্প্রতিক গবেষণা থেকে বোঝা যাচ্ছে, ভ্যারিয়েন্ট কোড নিয়ে আমাদের জ্ঞানের দরজা কেবল খুলতে শুরু করেছে। সামনে আরও অনেক ভ্যারিয়েন্ট কোডের দেখা মিলবে। ফলে জেনেটিক কোডের মিল দেখে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে আসার দাবিও আর টিকছে না। (৫)

 

রেফারেন্সঃ

1. Richard Dawkins (2009), The Greatest Show on Earth: The Evidence for Evolution (Simon and Schuster) p. 409-410

2. Richard Dawkins (1986), The Blind Watchmaker (New York: W.W. Norton) p. 270

3.Theobald, D.L. On universal common ancestry, sequence similarity, and phylogenetic structure: the sins of P-values and the virtues of Bayesian evidence. Biol Direct 6, 60 (2011). https://doi.org/10.1186/1745-6150-6-60

4.Nonstandard genetic codes and translation termination. https://link.springer.com/article/10.1134/S0026893307060027

5. Evolution and Unprecedented Variants of the Mitochondrial Genetic Code in a Lineage of Green Algae David Žihala, Marek Eliáš. Genome Biology and Evolution, Volume 11, Issue 10, October 2019, Pages 2992–3007, https://doi.org/10.1093/gbe/evz210

 

 

 

Asief Mehedi

Assalamualaikum to all.My name is Asief Mehedi . I am an informal philosophy student. Let's talk about comparative theology, we work to suppress atheism. Help us to suppress atheism and come forward to establish peace.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button