বাসায় একাকী নামাজ পড়ার সময় উচ্চস্বরে তেলোয়াত করা যাবে ?

Questions & AnswerCategory: ইসলামবাসায় একাকী নামাজ পড়ার সময় উচ্চস্বরে তেলোয়াত করা যাবে ?

1 Answers
Sazzatul Mowla Shanto Staff answered 1 year ago

একাকী নামাজ পড়ার নিয়মঃ একাকী নামাযের কেরাতের নিয়ম হল, যে সকল নামাযের কেরাত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাযে কেরাত আস্তেই পড়বে। আর যে সকল নামাযে কেরাত জোরে পড়ার নিয়ম, যেমন- মাগরিব, ইশা, ফজর, সে সকল নামাযে কেরাত আস্তে বা জোরে উভয়টিরই সুযোগ রয়েছে।  তবে একাকী অবস্থায় এগুলোতে জোরে পড়া উত্তম। ফাতাওয়া শামী ১:৫৩৪, হিদায়া ১:১১৫ ফতোয়া দিয়েছেন; ডা.খলিলুর রহমান মাদানী। মূল ফতোয়া লিংকঃ একাকী ব্যক্তি নামাজে কেরাত পড়ার সময় কীভাবে পড়বে – ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী (drkhalilurrahman.com) 

Your Answer

Accepted file types: txt, jpg, pdf

Add another file
Back to top button